বিশেষ প্রতিনিধি, ডেইলি ভোরের সকাল।।
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইল সদর উপজেলায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বাঁশগ্রাম বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। নড়াইল সদর থানা-পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাঁশগ্রাম, বিষ্ণপুর, কলিমন, রামসিদ্ধিসহ আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ উপস্থিত ছিলেন৷ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- নড়াইল সদর-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম। এছাড়াও এলাকাবাসীর মধ্যে বক্তব্য দেন- বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, স্থানীয় আজমল হোসেন, কাজী জহিরুল ইসলাম, রেজাউল মোল্যা, হানিফ খন্দকার, হাসান খন্দকার, কে এম নজরুল ইসলাম, মো. হুসাইন , জাবেদ কাজী,খাজা মিয়া, বাকা মোল্যা, রিপন শেখ, খাজা ফকির, রাজু মোল্যা, বাবর সিকদার, টিপু মোল্যা, শেখ আমজাদ কমলেশ চক্রবর্তী ওলিয়ার খন্দকার আব্বাস মুন্সিসহ আরো অনেকে।
সভায় বক্তারা সমাজে অন্যায়-অপরাধ বেড়ে যাওয়ার কারণ ও ফলাফল নিয়ে উদ্যোগ প্রকাশ করেন। একইসঙ্গে ওই এলাকার আইনশৃঙ্খলার উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা বলেন এলাকায় অনলাইন প্রতারণা ও মাদক অধিকহারে বেড়ে গেছে৷ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে৷ অনেক রকমভাবে আমরা সচেতন জনগন চেষ্টা করেও কোনোভাবেই সেটা প্রতিহত করতে পারছিনা এজন্য আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি তারা যেন আমাদের পাশে থেকে আমাদের সহযোগী করেন এবং তাদের টহল আরো বাড়িয়ে আমাদের কাজের সুবিধা প্রদান করেন৷
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম তার বক্তব্যে বলেন, বর্তমান সমাজে প্রতিটার মানুষের নিকট মোবাইলফোন ও ইন্টারনেট রয়েছে তবে অনেকেই সেটা সঠিক ব্যবহার জানেন না এছাড়াও অনেকে জেনেও সেটা ভুল ব্যবহার করছেন৷ বর্তমান প্রায় ৬৫% মানুষের কাছে এন্ড্রয়েড ফোন ও ইন্টারনেট ব্যবস্থা রয়েছে৷ আমি প্রশাসনের পক্ষ থেকে বলতেছি এগুলোর সঠিক ব্যবহার করতে হবে কোনো প্রকার খারাপ কাজে ব্যবহার করা যাবেনা৷ আমি সর্বদা আপনাদের পাশে আছি৷ যেকোনো সময় লাগলে জানাবেন সব রকম সহযোগিতা পাবেন৷ শুধু প্রশাসন নয় এখানে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের নিজেদের সহযোগিতা ও আন্তরিকতা৷ এখানে যারা অন্যায় করছে অনলাইন প্রতারণা ও মাদকের সাথে জড়াচ্ছে তারা আর কেউ না হয়তোবা আপনারা ভাই, আপনার ছেলে, ভাইয়ের ছেলে তারা আপনাদের মানুষ৷ আপনারা বোঝান তাদেরকে অন্যায়ের পথ থেকে বের করে আনুন৷ এখানে আমাদের থেকে আপনারা আরো বেশি ভালো পারবেন তার পরেও আপনাদের সাথে আমরা সব সময় আছি৷ মনে রাখবেন মাদকের ভয়ংকর থাবা মানুষকে চিরতরে শেষ করে দেয়৷ এটা থেকে বের হতে পারলে নিজের জীবন ও নিজেদের জীবন শেষ৷ আপনারা আপনাদের সন্তানদের সাথে সময় দিন তারা কখন কোথায় যাচ্ছে খোজ খবর নিন৷ ভুলহলে বোঝান সঠিক পথে আনুন৷ আপনারা নিজেদের পরিবর্তন করুন সমাজ পরিবর্তন হতে বাধ্য৷ নিজেদের মধ্যে সকল প্রকার ভেদাভেদ ভুলে আপনি এবং আপনার সন্তান নিয়ে ভালো থাকুন৷ আপনারা ভালো থাকলে আমাদের ভালো লাগবে৷ আমি আবারো বলছি প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে৷